সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকে 'সাইবার সিকিউরিটি সচেতনতা' বিষয়ক কর্মশালা

নতুনধারা
  ০৯ আগস্ট ২০২৩, ০০:০০

সাইবার হামলার হুমকি মোকাবিলায় 'সাইবার সিকিউরিটি সচেতনতা' বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবিএম রুহুল আজাদ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ডক্টর দৌলতুন্নাহার খানম, মোলস্না আবদুল ওয়াদুদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডক্টর মো. মতিউর রহমান, ডক্টর আবুল কালাম আজাদ ও গোপাল চন্দ্র ঘোষ।

রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও সাইবার সিকিউরিটি ইউনিট প্রধান মোহাম্মদ ইসহাক মিয়া। কর্মশালায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়সহ স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখা এবং জেনারেল ম্যানেজার'স অফিস ঢাকা সেন্ট্রাল, নর্থ ও সাউথের জেনারেল ম্যানেজাররা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে