সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের তিন কার্ড চালু

নতুনধারা
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০

গ্রাহকদের দ্রম্নত, আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আরও একধাপ এগিয়ে আসল শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় গ্রাহকদেরকে অতি দ্রম্নততম সময়ে ও নিরাপদে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ৯ আগস্ট শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করেছে। এখন থেকে একজন গ্রাহক কন্টাক্টলেস কার্ড চালুর মাধ্যমে প্রচলিত পদ্ধতিতে পস টার্মিনালে কার্ড প্রবেশ না করিয়েই কার্ড পস টার্মিনালে টাচ করার মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেন আরও সহজতর হবে, লেনদেনের সময় কম লাগবে এবং সর্বোপরি কার্ড অন্যের হাতে দেওয়ার রিস্ক থেকে কার্ডহোল্ডারগণ স্বস্তিতে থাকবেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ কন্টাক্টলেস ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবার সার্বিক সুবিধাসমূহ নিয়ে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে