সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বীমা কোম্পানির আধিপত্য

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে। তালিকার শীর্ষ দশে আছে বীমা কোম্পানি আধিপত্য।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন শেষে ক্রিস্টাল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৭২.৫০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে কোম্পানির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৯৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারের দাম ২৬.৮০ টাকা বা ৩৬.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে প্যারামাউন্ট ইন্সু্যরেন্সের ২৯.৮৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্সের ২২.২৫ শতাংশ, অগ্রণী ইন্সু্যরেন্সের ১৭.৩৬ শতাংশ, রূপালী ইন্সু্যরেন্সের ১৫.৫১ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে