রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মৌ-চাষ ও মৌমাছি সংরক্ষণে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আর্থিক সহযোগিতা

নতুনধারা
  ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

পরিবেশ সচেতন কৃষি এবং মৌমাছি পালনে সবাইকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং বিএএসএ ফাউন্ডেশন। এই সহযোগীতাটি মধু থেকে তৈরি পণ্য বিক্রি ও বাজারজাতকরণে আগ্রহী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি এবং মধু উৎপাদনকারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। মৌমাছি কৃষি খাতের একটি অপরিহার্য অংশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড মৌমাছি পালনে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের কৃষি খাতকে সুরক্ষিত রাখতে মৌমাছির সংখ্যা বৃদ্ধির ওপর জোর প্রদান করে। পরাগায়নকারী হিসেবে মৌমাছি লালন-পালন টেকসই বাস্তুতন্ত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি মানুষের খাদ্যতালিকায় মধু এবং মধু-ভিত্তিক পণ্য যোগ করে দৈনন্দিন পুষ্টি তালিকায় নতুন মাত্রা যোগ করবে। এই যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা, টেকসই যান্ত্রিকীকরণ, পরাগায়ন রক্ষা, টেকসই কৃষি প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের জীবিকা নিশ্চিতকরণের মাধ্যমে ক্ষমতায়ন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২৯ মিলিয়ন টাকার অনুদান ঘোষণা করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং বিএএসএ ফাউন্ডেশনের মধ্যে এই উদ্যোগটির তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমত, প্রায় ৮০০ মধুচাষিকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শেখানো। দ্বিতীয় লক্ষ্য হলো মধু উৎপাদনে যান্ত্রিকীকরণ ও গুণমান ব্যবস্থাপনার সরঞ্জাম ক্রয়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা এবং তৃতীয়ত, ফরোয়ার্ড মার্কেট লিঙ্কেজের মাধ্যমে মধু ও এর দ্বারা উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করা। এ ছাড়া প্রকল্পটি মৌমাছি পালনের বাক্স, মৌচাক তৈরির শিট মেশিন, মধু আহরণের যন্ত্রাদি, মধু প্রক্রিয়াজাতকরণ মেশিন এবং সংরক্ষণের জন্য ফুডগ্রেড পাত্র সরবরাহ করবে। এর ফলে মধু উৎপাদনের সঙ্গে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এবং বিপণন সহায়তা নিশ্চিত হবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে