শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​বিরামপুরে পৌর নির্বাচনের ভোট গ্রহণ কাল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২১, ১৮:২৩

দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার। এ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে ৩৩ জন সাধারণ কাউন্সিলর এবং ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী।

বিরামপুরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যাপক আক্কাস আলী, বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর, সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলি নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি হুমায়ুর কবীর ধানের শীষ, সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার নারকেল গাছ ও সাবেক মেয়র সতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ মোবাইল ফোন প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিরামপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯৭৪ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৭৭৪ জন।

পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শামসুল আজম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিরামপুর পৌরসভা নির্বাচন আগামী কাল ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে