শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে মরুদ্বীপ-৭১ স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৯

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে প্রতিষ্ঠিত বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কে ভাস্কর্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী‘র ভাস্কর্য শনিবার বিকালে মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কে উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খাঁন তপু । ভাস্কর্য উদ্বোধন শেষে মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্ক কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কের চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট মো. নুরুজ্জামান ইকবালের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খাঁন তপু । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাছরাঙা টিভির উপ-প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহম্মেদ, জিটিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট রাশিদা খানম ইকবাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুস, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধরী, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, শাহানাজ পারভীন এলিস, সলিম উল্লাহ সেলিম, অজিত মহলদার, জোবায়ের রহমান চৌধুরী, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা‘র সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, কিশোরগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহম্মেদ রাজন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর প্রমুখ।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে