শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজাপুরে স্যালাইন দিয়ে মাস্টার জহির উদ্দিন স্মৃতি পাঠাগারের সহায়তা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২১, ১৫:৪৭

ঝালকাঠির রাজাপুরে মাস্টার জহির উদ্দীন স্মৃতি পাঠাগারের পক্ষে আইভি ও খাবার স্যালাইন দিয়ে ডায়রিয়া রোগীদের পাশে দাঁড়ালেন উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাস্টার জহির উদ্দীন স্মৃতি পাঠাগারের সভাপতি মনোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহামুদের হাতে ২শ ব্যাগ আইভি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন তুলে দেন। এ সময় মাস্টার জহির উদ্দীন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মামুন গাজীপুর মেট্রো পলিটন পুলিশে কর্মরত রয়েছেন। তিনি একের পর এক জনসেবায় রাজাপুর ও কাউখালী উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় দৃষ্টান্ত স্থাপন করে এখন সে সবার কাছে আলোচিত ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহামুদ জানান, প্রচণ্ড গরমে এ উপজেলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। দেখা দেয় হাসপাতালে আইভি স্যালাইনের সংকট। পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মামুন সহায়তার জন্য এগিয়ে আসেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে