শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দিন ব্যাপী কর্মশালা

রাজস্থলী রাঙামাটি
  ০৭ জুলাই ২০২২, ১৯:১৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কিশোর কিশোরীদের অভিভাবকবৃন্দের অংশগ্রহনের দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্টিত হয়েছে

জুন বৃহস্পতিবার রাজস্থলী উপজেলা পরিষদের হল রুমে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক প্রতীম দেওয়ানের সভাপতিত্বে কিশোর কিশোরীদের অভিভাবকবৃন্দের অংশগ্রহনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ

কর্মশালায় কৈশর, কিশোর কিশোরীদের প্রতিহিংসা আচরণ বিশ্লেশন শিশুনির্যাতন, কৈশরকালীন অধিকারওসেবা, বাল্যবিবাহ, প্রতিবন্ধীশিশু তার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য এবং কিশোর কিশোরীদের প্রতিঅভিভাবকগনের দায়িত্ব কর্তব্য পালন নিয়ে দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয় এতে উপজেলার তিন টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক কিশোর কিশোরী দলের অভিভাবকগন উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার কৃষ্ণ কলি ত্রিপুরা টেকসইসামাজিক উন্নয়ন প্রকল্প রাঙামাটি, ফ্যাসিলিটর উসহলাখীসা টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্প অফিস, সহ উপজেলার টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে