সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লাকসামে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাচুর বিতরণ 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৪

কুমিল্লার লাকসামে হতদরিদ্র ৭৬ টি পরিবারের মাঝে বকনা বাচুর বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

লাকসাম পৌরসভা ও ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সহায়তায় সোমবার বিকেলে লাকসাম মডেল কলেজ মাঠে এক অনুষ্ঠানে ১৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ওই বকনা বাচুর বিতরণ করেন।

এর আগে উপজেলার বাকই, মুদাফরগঞ্জ ও কান্দিরপাড় ইউনিয়নে ৫৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৫৭ টি বকনা বাচুর বিতরণ করা হয়। ওই সময় বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, ইউপি সদস‍্য মো. শাহজাহান ও কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির এরিয়া ম‍্যানেজার শ‍্যামল ফ্রান্সিস রোজারিও'র সভাপতিত্বে লাকসাম মডেল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. একেএম রকিবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন লাকসাম মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মঞ্জুরুল আলম লিটন, উপজেলা প্রানিসম্পদ অফিসের উপ-সহকারী মো. নাছির উদ্দিন।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির প্রোগ্রাম অফিসার লাকি গোমেজ, মানিক লাল সরকার, অশেষ রেমা, পেয়ারাপুর গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বিনই গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সভাপতি আবদুস সাত্তার, কোমারডোগা গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে