সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৩, ১৬:০৪
আপডেট  : ০৮ মার্চ ২০২৩, ১৬:০৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম‍্য নিরসন" এই প্রতিপাদ্য নিয়ে নারী দিবসের আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া ম‍্যানেজার শ‍্যামল ফ্র‍ান্সিস রোজারিও। অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার লাকি গোমেজ, অশেষ রেমা, মানিক লাল সরকার প্রমূখ।

এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীনে বিভিন্ন নারী প্রশিক্ষণার্থী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির অধীনস্থ ইয়ুথ ফোরাম, চাইল্ড ফোরামের সদসদ‍্যরা উপস্থিত ছিলেন।

এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে