রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভুরুঙ্গামারীতে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রিতিনিধি
  ২৫ মে ২০২৩, ০৯:৩৩

"দেশকে দূর্নীতি মুক্ত করতে আইন প্রয়োগই যথেষ্ট" এই বিষয়কে প্রতিপাদ্য করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে, বিপক্ষ দল জয়মনির হাট মহিউদ্দিন উচ্চবিদ্যালয়, পক্ষ দল ভূরুঙ্গামারী সরকারি নেহাল উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুইদিন ব্যপী অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক সরকার রকিব আহমেদ জুয়েল।

বিচারক ছিলেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম মন্ডল ও বলদিয়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মাইদুল ইসলাম মুকুল। জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চবিদ্যালয়ের দলনেতা রাইফা তাসনিয়া পুষ্পিতা প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে