সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বাফুফে সহ-সভাপতি আতাউল রহমান মানিক

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৫

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী তার সাথে ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, এলাকায় মানুষের দাবি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এবং নিজের জয়ের ব্যাপার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিজয়ী হলে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে কাজে লাগাতে চাই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে