সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সাবেক মেয়র ও বর্তমান প্যানেল মেয়রকে মারপীটের ঘটনায়  বহিস্কার দুই

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪

গত ২৯ ডিসেম্বর কাজিপুরে সাবেক মেয়র ও বর্তমান প্যানেল মেয়র কে মারপীটের ঘটনায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ দুইজন কে বহিস্কার করেছে।

এ ঘটনার ব্যাখ্যা তুলে ধরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছেন।

২ ডিসেম্বর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি জানান ,২৯ তারিখ রাতে কাজিপুর হাসপাতাল গেটে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়রও পৌরআ,লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কুড়ান কে মোবাইলে ডেকে নিয়ে দূস্কতৃকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনার জেরে কিছুক্ষন পরে উত্তেজিত কিছু নেতাকর্মি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামলীগের সহসভাপতি হাজি নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। উভয় নেতা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।কাজিপুর উপজেলা আওয়ামীলীগ এবং সংসদ - সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ঐ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবী জানিয়েছেন। ইতিমধ্যে ঐ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌরযুবলীগের সহ- সভাপতি সোহাগ কে সাময়িকভাবে বহিস্কার করে আরও যারা সংশ্লিষ্ট রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরোদ্ধে দলীয় ভাবে ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন বলে সম্মেলনে উল্লেখ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে