রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি

রাজবাড়ী প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫০

রাজবাড়ী জেলা আওয়ামলীগের সভাপতি মুক্তিযুদ্ধ কালীন গোয়ালন্দ মহাকুমার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের গল্প শোনালেন।

শুক্রবার পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার একটি কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বীরের কন্ঠে বীর গাথা শীর্ষক প্রকল্পের অধীনে জীবিত মুক্তিযোদ্ধাদের ভিডিও সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নানা বিষয় নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞার আলোকে শোনালেন বীরত্বগাথা গল্প।

১৯৯৭ সালে জীবন বাজি রেখে কিভাবে এই পরাধীন দেশটাকে মাত্র ৯ মাসে স্বাধীন করেছিলেন তারা সে বিষয় নিয়ে কথা বলেন, কিভাবে রাজাকার ও পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করেছিলেন সেই গল্পও তিনি করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র নেতৃত্বে রাজবাড়ী জেলা তথা গোয়ালন্দ মহাকুমা স্বাধীন হয়েছিল, রাজবাড়ী-পাংশার মাছপাড়াসহ বিভিন্ন স্থানে তারা পাক সেনাদের বিরুদ্ধে সমূখ যুদ্ধে অংশ নিয়েছিলেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তাগন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খানসহ পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারগনসহ মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে