মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জের নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪
গোবিন্দগঞ্জের নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
গোবিন্দগঞ্জের নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ ধিরেন্দ্রনাথ সাহা (৬১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা সড়কের নাকাইহাট এলাকার একটি ব্রীজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি বিলের পানিতে ভাসমান অবস্থায় ছিল। ধীরেন্দ্র্রনাথ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত হৃদয় নাথ সাহার পুুত্র। পারিবারিক সুুত্রে জানা গেছে বেশ কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে