শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বান্দরবানে প্রার্থীদের উঠান বৈঠক

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩২
বান্দরবানে প্রার্থীদের উঠান বৈঠক

দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের পক্ষে উঠান বৈঠক, গণ সংযোগ ততই বাড়ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নৌকা মার্কা সমর্থনে লামা উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন বিভিন্ন পাড়া, দূর দূরান্ত পাহাড়ে চূষে বেড়াচ্ছে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে সাক্ষাত করছেন। গণ হারে লিফলেইট বিতরণ করছেন। পাহাড়ী পল্লীতে শীতের সকালে আগুনে শীত পোহাতে আসার মানুষের কাছে গিয়ে ভোট কেন্দ্রের যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে।

অন্যদিকে লামার পৌর এলাকারবাসী জাতীয় পার্টি জাপার মনোনীত প্রার্থী এ. টি. এম. শহীদুল ইসলাম লাঙ্গল মার্কার জয়ের লক্ষ্যে প্রচার প্রচারণা, গণ সংযোগ বেড়ে চলছে। পাড়াতে পাড়াতে প্রার্থী নিজে উপস্থিত থেকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

উপজেলা তরুণ ভোটারদের সাথে কথা বলে জানাযায়, তরুণরা আগামী ৭ জানুয়ারী তারিখ নিজেদের প্রথম ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে। তারা জানিয়েছে- পার্বত্য এলাকাতে যাকে ভোট দিলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন হবে, তারা শুধু সে প্রার্থীকেই ভোট দিবে। তারা প্রত্যেশা করছে, ৭ জানুয়ারী তারিখ উৎসব মূখর পরিবেশে প্রতিটি ভোট কেন্দ্রে সবাই উপস্থিত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে