সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তাড়াশে ক্ষেতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ২০:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাধাই নগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, সেরাজপুর গ্রামের আশরাফ আলীর সাথে একই গ্রামের শহিদুল ইসলাম লেবুর জমি জমা নিয়ে বিরোধ চলছিল।

মঙ্গলবার শহিদুল ইসলাম লেবু বিবাদমান জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এমন সময় আশরাফ আলী এসে বাধা দিলে উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শহিদুল ইসলাম লেবুর দুই ছেলে বুলবুল আহমেদ ও শাকিল আহমেদ তাদের হাতে থাকা কোদাল ও লাঠি সোটা নিয়ে আশরাফ, আফরোজা খাতুন, আব্দুল মান্নান, মুক্তার হোসেন ও জাহানারা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তাড়াশ থানা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জরুরী মিটিংয়ে বাহিরে রয়েছি। ঘটনাটির অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে