রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় হরতাল সমর্থনে যুবদলের মশাল মিছিল থেকে ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৩০

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচন বর্জনের দাবীতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে ট্রাকে আগুন দিয়ে যুবদলের নেতাকর্মীরা। তারা হরতাল সমর্থনে যুবদল নেতারা বিক্ষোভ মশাল মিছিল করা অবস্থায় গাড়িতে আগুন দেয়।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান পাম্পের কাছে এ বিক্ষোভ করে গাড়িতে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধশত বিএনপির নেতাকর্মী নির্বাচন বর্জনের দাবীতে হরতাল সমর্থনে পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে একে একে জড়ো হয়। এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে শ্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এরমধ্যে পঞ্চবটি এলাকায় প্রধান পাম্পের কাছে ছোট একটি পিক-আপ (ট্রাক) মশালের আগুন দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে খবর পেয়ে ফতুল্লার শাসনগাও এলাকায় অবস্থিত বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

মিছিল করার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি জানান, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনকসুতা তৈরির লক্ষে হরতাল সমর্থনে পঞ্চবটিতে যুবদলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আমাদের আন্দোলন জেলার প্রতিটি এলাকায় চলবে। তবে তারা গাড়িতে আগুন দিয়েছে কিনা জানতে চাইলে ঘটনা এড়িয়ে যায়।

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে দুইটি ইউনিট গিয়ে একটি ছোট ট্রাকে দেয়া আগুন নিয়ন্ত্রণ করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে