রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রামগড়ে পু‌লিশের অভিযা‌নে ইয়াবাসহ পাঁচজন আটক

রামগড় উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫১

খাগড়াছ‌ড়ির রামগড় থানা পু‌লি‌শের অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন‌ আটক হ‌য়েছে। তাদের বহনকারী এক‌টি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়।আটকরা হল রামগড় পৌরসভার ফেনীরকুলের আবাদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক(৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াছ(৩৫), মহামুনির মো: দুলালের ছেলে মো: নুর নবী (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(৩২) ও ফটিকছড়ির ভুজপুরের মুসলিমপাড়ার ইসমাইলের ছেলে মো: ইউনুছ(২৭)।

বুধবার (১৭জানুয়ারি) সন্ধ‌্যায় থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে বা‌রৈয়ারহাট - রামগড় সড়‌কে অভিযান চা‌লি‌য়ে তা‌দেরক‌ে আটক করে পু‌লিশ।পু‌লিশ জানায়, এসআই(নিঃ) দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পোন‌ে সাতটার দি‌কে রামগড় থানাধীন দারোগাপাড়া পৌরভব‌নের সামনে বারৈয়ারহাট -খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কের উপর হইতে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেট,এক‌টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।রামগড় থানার ওসি(তদন্ত) মোহাম্মদ ফকরুল ইনলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ অরেকদিন থেকে তাদের উপর নজরদারি করছিল। বুধবার ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।আসামীদেরকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপদ করা হইবে।তিনি আরও বলেন, সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে