সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আওয়ারা সেতারের রাজারহাটের লোকসংগীত একাডেমী পরিদর্শন 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮

নরওয়ের কবি লেখক ও লোকসংগীত গবেষক আওয়ারা সেতার কুড়িগ্রামের রাজারহাটে গুরু গৃহ মায়ের তরী লোকসংগীত একাডেমী পরিদর্শন করেছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় তিনি উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন নাওথোয়া গ্রামের দীনেশ চন্দ্রের বাড়িতে গুরু গৃহ মায়ের তরী লোকসংগীত একাডেমী পরিদর্শনের সময় শিশু শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ধরনের লোক সংগীত শ্রবন করেন।

এসময় শিল্পীদের তিনি উৎসাহ প্রদান করেন। তিনি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বেশ কিছু গুরু গৃহ মায়ের তরী লোকসংগীত একাডেমী পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। এ সময় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে