সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তাড়াশের চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২ আসামি গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯

সিরাজগঞ্জের তাড়াশের চঞ্চল্যকর হত্যাকাণ্ডের ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গ্রেফতারকৃত আসামিগণ মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মোঃ নজরুল ফকির, মোঃ নজরুল ফকির (৪৮), পিতা- মৃত ইসমাঈল ফকির, সর্ব সাং- ভাটারা, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।

শুক্রবার দিবাগত ভোর রাতে র‍্যাব ১২ সদর কোম্পানি ও র‍্যাব ১ সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাড়াশ উপজেলার চঞ্চল্যকর হত্যাকান্ডের এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদের সাথে বাদী মোঃ জহির উদ্দিনের পারিবারিক কলহ ছিল। সেই কলহের জেরে গত ০৮,০১,২৪ ইং তারিখে আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে মোঃ জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মা’কে বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করে।

প্রতিবেশীরা সবাইকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিম ফাতেমা বেগম (৬০) এর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফাতেমাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, আসামীদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে