বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনীতে স্টার লাইন স্কুলের পিঠা উৎসব

ফেনী প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২
ফেনীতে স্টার লাইন স্কুলের পিঠা উৎসব

ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপি পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এ উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (ডিএসবি) আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামিম, শিক্ষানুরাগী ফারাহ দিবা ও উখিং মারমা,স্থানীয় শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

স্কুলের সহকারী শিক্ষক কামরুন নাহার ও আরাফাত জাহান সঞ্চালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন-ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মোহাম্মদ আবুল বাসার, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি আবুল কাশেম, ফরিদ উদ্দিন, স্টার লাইন গ্রুপের পরিচালক সায়দুল হক মিন্টু, মাহমুদুল হক চৌধুরী মুনির, জামাল উদ্দিন, মাঈন উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক দেব নাথ তপন, সাধারন সম্পাদক এম এ জাফর প্রমূখ।

স্কুল কর্তৃপক্ষ জানান, বিগত ৯ বছর যাবত এ স্কুলটি পীঠা উৎসব ঐতিহ্য বহন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও ৩০টি স্টলে প্রায় ১৪০ ধরনের পিঠা উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ঝিনুক পিঠা, গোলাপ পিঠা, তালের পিঠা, নারকেলের ঝুনি পিঠা, নারকেলের ভাপা পুলি, নকশি পিঠা, হৃদয় হরণ পিঠা, মালপোয়া, ডালের বরফি, ইলিশ পেটি সন্দেশ, ডিম সুন্দরী, ভাপা পিঠা, তালকলি পিঠা, নকশিপাতা পিঠা, ক্ষীর সুন্দরী, ন্যাড়া পিঠা, পাটিসাপটা, বিন্নি ধানের পাটিসাপটা, নারকেল পাকন ইত্যাদি উল্লেখযোগ্য।এছাড়া উৎসবে ছিলো স্কুল’র শিক্ষার্থী ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংশ্লিষ্টদের দাবি, এ উৎসবের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে একটি মেলবন্ধনের সৃষ্টি হয়ে থাকে।

রোববার (০৪ জানুয়ারি) বিকালে ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উৎসবের সমাপনী ঘোষণা করার কথা রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে