শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফুলগাজীতে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০
ফুলগাজীতে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রমে সকল প্রাপ্ত বয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহসহ কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রামের ন্যাশনালহার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্টফাউন্ডেশনের হাইপারটেসশন কন্ট্রোল প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. মো. শাহীনুল ইসলাম, ফ্লিল্ড মনিটরিং অ্যাসিষ্ট্যান্ট কর্মকর্তা মাহম্মুদ হাসান, প্রোগ্রাম লজিস্টিক এসিস্ট্যান্ট রাফিউল ইসলাম রনি, সাংবাদিক সাহাব উদ্দিন প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে