রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মিঠাপুকুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : নারী নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০

রংপুরের মিঠাপুকুরে ডাকাত দলের হাতে নারী খুন ও একজন আহত হয়েছেন।

জানা যায়, একদল ডাকাত এক শিক্ষকের বাড়ীতে ডাকাতি করতে যায। এ সময় তাদের বাধা দিতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বিউটি বেগম (৩৮) নামে এক নারী খুন হন্ ওই নারী ছড়ান ডিগ্রি কলেজে সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৭-ফেব্রুয়ারি) ভোরে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান শালিকাদহ গ্রামে এই ডাকাতি এবং খুনের ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ এবং স্হানীয়রা।

স্থানীয়রা জানান, নবাবগঞ্জ উপজেলার একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং ছড়ান ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান বিউটি বেগম প্রতিদিনের মতো সেদিন ও নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু বুধবার ভোরে ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করছিলেন। এসময় তাঁর স্ত্রী বাঁধা এবং চিৎকার করায় তাকে ডাকাতরা ছোরা দিয়ে এলোপাতাড়ি ছুরিকাহত করে গুরুত্বর আহন করেন এবং তার স্বামী মিজানুর রহমানকেও জখম করা হয়।

একপর্যায়ে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম মৃত্যুবরণ করেন এবং মিজানুর রহমান আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই দম্পতির এক পুত্র এবং মেয়ে সন্তান রয়েছে। তবে কি পরিমাণ মালামাল লুট করা হয়েছে এ বিষয়ে এখনো পুলিশকে নিশ্চিত করতে পারেনি পরিবারের লোকজন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম যায়যায়দিনকে জানান, ঘটনাস্থলে রংপুর জেলা পুলিশ সপার- ফেরদৌস আলী চৌধুরী স্যার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেফতার সহ লুন্ঠিত মালামাল এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে