রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২
সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের মানববন্ধন

সুবর্ণচরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী৷

শুক্রবার (৯ ফেব্রুয়ার) সাড়ে ১২টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের বধুগঞ্জে ঢাকা গ্রুপের বলু উত্তোলন কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় চরওয়াপদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য তানভীর হোসেন, ইউপি সদস্য ইব্রাহীম খলীল রানা, আসাদুজ্জামান সবুজসহ কয়েকশত পরিবাবের লোকজন।

মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করেন, ঢাকা গ্রুপ নামে একটি কোম্পানী চরওয়াপদা ইউনিয়নের বধুগঞ্জে কয়েকশো একর জমি ক্রয় করে৷ সেই জমিতে কারখানা করার উদ্দেশ্যে ৩০ লক্ষাধিক বালু উত্তোলন করছে৷ বালু উত্তোলনের কারনে সরকারি রাস্তা, স্থানীয় বধুগঞ্জ বাজার, মাদ্রাসা, মসজিদ, পুরনো কবরস্থান ও ৭শত ৫০টি পরিবার হুমকির মুখে। তলিয়ে যেতে পারে এ গ্রামের বসতবাড়ি ও কৃষিজমি৷

এদিকে সচেতন মহলের দাবি, এ চর জেগে উঠার বয়স এখনো ৫০বছরও হয়নি। এখনে মাত্র ৪-৫ ফুট মাটির স্থরের নিচেই বালির স্থর। এতে গভীর থেকে বালি উত্তোলনের ফলে ভূমিধ্বস হতে পারে,তলিয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম।

ভূক্তভোগীরা জানায়, বালি উত্তোলন বন্ধে সহকারী কমিশানার( ভূমি) অশোক বিক্রম চাকমা কে অবহিত করলে, ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও কিছুদিন পরে পুরোদমে বালু উত্তোলন শুরু করে যা এখনও চলছে।

ঢাকা গ্রুপের স্থানীয় কর্মকর্তাদের কাছে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সাথে পরিচয় দিতে ও কথা বলতে রাজি হয়নি৷

এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন সরকার বলেন, বিষয়টি তিনি অবগত নন৷ তবে, পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে