রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০১
নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

নোয়াখালী সরকারি কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজে অধ্যক্ষ প্রফেসর সালমা আকতার।

ক্রীড়া প্রতিযোগীতায় অন্ত: ও বহি: ৩৩টি ইভেন্টে বিপুল সংখ্যক ছাত্রীছাত্রী অংগ্রহণ করে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি প্রামাণ্য প্রদর্শনী এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর জনহিতকর কর্মকান্ডের উপর ভিত্তি করে বিএনসিসি সদস্যদের একটি প্রামাণ্য প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে।

এর আগে জাতীয় সংগীতের সাথে অভিবাদন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় নোয়াখালী সরকারি কলেজে পতাকা উত্তোলন করেন কলেজ প্রফেসর সালমা আকতার।

অলিম্পিাক পতাকা উত্তোলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন। এরপর বর্ণিল বেলুন ও শান্তির পায়রা অবমুক্ত করেন প্রধান অতিথি সাংসদ একরামুল করিম চৌধুরী। ক্রীড়াবিদদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ইয়াছিন আরাফাত, অলিম্পিক মশাল প্রজ্জলন করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মো: নজরুল ইসলাম, মাঠ পরিদর্শণ ও মশাল স্থাপন করেন দর্শণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাহিদা সুলতানা, স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: লোকমান ভূঞাঁ, অনুষ্ঠান উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে