বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনীর ছাগলনাইয়াতে তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬
ফেনীর ছাগলনাইয়াতে তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

ফেনীর ছাগলনাইয়ার ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপন আইন লঙ্ঘন করে ইট ভাটা পরিচালনা করায় উপজেলার পূর্ব পাঠাননগর ব্রিকসকে ৪ লাখ টাকা , কামাল ব্রিকসকে ৪ লাখটাকা ও পাঠাননগর ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি ও পরিদর্শক মো. শাওন শওকত অনিকসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষায় জেলার প্রতিটি উপজেলায় এ অভিযান অব্যাহত চলমান থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে