রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালী পৌর মেয়র বৃত্তি পেলো প্রাথমিকের ২৪১ কৃতি শিক্ষার্থী  

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯
নোয়াখালী পৌর মেয়র বৃত্তি পেলো প্রাথমিকের ২৪১ কৃতি শিক্ষার্থী  

নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি ২০২৩ পেয়েছে ২৪১ শিক্ষার্থী। বৃহস্পতিবার এসব কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সদনপত্র ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয় ।

পৌর মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার মেয়র মো: সহিদ উল্যাহ্ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক রাজিবুল হাসান রাজিব, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগী হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজিমুল হায়দার পৌর মেয়র বৃত্তি পরীক্ষার আয়োজনের জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নোয়াখালী পৌর মেয়র বৃত্তি পরীক্ষার চালু করা হয়েছে।

২০২৩ সালে প্রাথমিকের ২৪১ জন, মাধ্যমিকে ১৮৮ জন এবং উচ্চ মাধ্যমিকে ৮৪ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে