সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চিরিরবন্দরে চার দিনব্যাপী অমর একুশ বইমেলার উদ্বোধন 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৪ দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় চিরিরবন্দর উপজেলা চত্বরে বই মেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে । এবারের মেলায় স্টল থাকছে মোট ১৫টি। স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনীর হাজারো বইয়ে সমারোহ থাকছে। বই মেলার পাশাপাশি থাকছে শীতের পিঠা উৎসব।

বই মেলার শুভ উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম শরীফুল হক,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার ভুমি, রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান, চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার শাহা।

উল্লেখ্য, চিরিরবন্দর অমর একুশে বই মেলার পাশাপাশি মেলার পাশেই চলছে শীতের পিঠা উৎসব। বইমেলা ও পিঠা উৎসব মেলাটি আগামী ২৪ তারিখ শনিবার রাত ৮ টার সময় শেষ হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে