সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দিরাইয়ে তিনভাগে বিভক্ত হয়ে আ.লীগের শ্রদ্ধা নিবেদন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯

সুনামগঞ্জের দিরাইয়ে তিন ধারায় বিভক্ত হয়ে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, দিরাই থানা পুলিশসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে তিনভাগে বিভক্ত হয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে এক গ্রুপ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার অনুসারীরা উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাসুক সর্দার, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একরার হোসেনের অনুসারীরা আওয়ামী লীগ নেতা ফারুক সর্দারের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার, দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সি, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে