রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন কর্তৃক বিভিন্ন এলাকায় চার শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে পৃথকভাবে উপজেলার বাবুছড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে, কাটারংছড়া স্কুল মাঠে এবং ফুলচান কারবারি পাড়া স্কুল মাঠে এ চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পৃথকভাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান করেন, দীঘিনালা সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান (পিএসসি), বাবুছড়া ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী, সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুস্তাফিজুর রহমান, জোন এ্যাডজুটেন্ট লে. মো. আহনাফ হোসেন প্রমূখ।

বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শীতবস্ত্র পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে