সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

পবিত্র শবে বরাত উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি সহ শুরু হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। স্বাভাবিক আছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে একদিন বন্ধের পর আজ মঙ্গলবার বেলা পৌনে ১২ টা থেকে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, শবেবরাত উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে