রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কুমিল্লার চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২
কুমিল্লার চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাসে কুপিয়ে ও গলা কেটে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো জাহাঙ্গীর হোসেন মামলার রায় এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল আউয়াল। তিনি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের পুত্র এবং নিহত ব্যক্তি হাজী নবী হোসেনের আপন ভাতিজা

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে শীঘ্রই রায় কার্যকরের মাধ্যমে আসামির ফাঁসি নিশ্চিত করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার বিষয়ে জানান, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করে। ওই গ্রেফতারের পেছনে তার চাচা হাজী নবী হোসেনের ইন্ধন রয়েছে বলে সে সন্দেহ পোষণ করে। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে আবদুল আউয়াল। পরে ক্ষোভের বশবর্তি হয়ে একই বছরের ২৪ মে রাতে স্থানীয় বাজার থেকে হাজী নবী হোসেন বাড়ি ফেরার পথে তার ভাতিজা আবদুল আউয়ালের আক্রমণের শিকার হন। এক পর্যায়ে ৬৪ বছর বয়সী হাজী নবীন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেন তারই ভাতিজা আবদুল আউয়াল। এ ঘটনায় নিহত নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে আবদুল আউয়ালসহ অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে তিতাস থানায় মামলা করেন।

পরবর্তেতে আসামি আবদুল আউয়ালের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে