সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২২

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালী বের হয়। এরপর অফিসার্স ক্লাবে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা'র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মাছুম বিল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, ইয়াকুবপুর ইউনিয়নের সচিব সামছুল হুদা, জায়লস্কর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার দিবসের গুরুত্ব আলোচনা করেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে স্থানীয় পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে