সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গঙ্গাচড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯

রংপুরের গঙ্গাচড়ায় ঔষধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন করে ‘ঔষধ ও কসমেটিক আইনে গঙ্গাচড়া বাজারে ৪ ফার্মেসি মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে জয়নাল মেডিসিন ৩০০০ টাকা, মাসুদা ফার্মেসি ২০০০ টাকা, সিআর মেডিসিন স্টোর ৪০০০ টাকা, ফাতেমা ফার্মেসি ২৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোন নকল ঔষধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোন নকল ঔষধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শণ করলে এবং কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ঔষধ মজুত করা হলে যাবজ্জীবন কারাদন্ড অথবা অনূর্ধ্ব ১৪ বৎসরের সশ্রম কারাদন্ড অথবা অনধিক ১০ লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এ সকল কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে