সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গঙ্গাচড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ১৯:২৩

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’-এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ ও সোলায়মান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। বক্তাগণ জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সুফল সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহে সেবা প্রদানে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল নাগরিকের উচিৎ তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে