বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৪, ১৬:৩৩
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ,সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাক হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ,প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, জেলা যুব মহিলালীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক একে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইলুল হাসান বিপিএম পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ ইনসান আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুর রহমানসহ মুক্তিতযোদ্ধাগণ, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, সিভিল সার্জন, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, জেলা শিল্পকলা একাডেমী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এলজিইডি, জেলা নির্বাচন অফিস, বিএমডিএ, বিদ্যুৎ বিভাগ,

জেলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ, জাতীয় মহিলা সংস্থা, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা তথ্য অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, নেসকো লিমিটেড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইসলামী ফাউন্ডেশন, হরিমোহন উচ্চ বিদ্যালয়, কল্যাণী মহিলা সংসদ, গার্ল গাইডস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা ছাত্রলীগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার সকল উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে