সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হিলি পৌরসভায় সকল নাগরিক সেবা বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৪, ১৬:১৮

বিচার চলাকালীন সময়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধরের ঘটনায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রেখেছে পৌরসভার সকল কাউন্সিলররা।

সোমবার (১১ মার্চ) সকাল থেকে পৌরসভার নাগরিক সেবা বন্ধ রয়েছে। কাউন্সিলরকে মারধরের ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেছেন তারা। নাগরিক সেবা বন্ধ থাকার কারনে ভোগান্তিতে সাধারণ নাগরিক।

হাকিমপুর পৌর সভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, কাউন্সিলর ইমরান হোসেন দুলাল চলতি মাসের ৭ মার্চ বাদী আবুল বাসার ও বিবাদী সাবিনা ইয়াসমিনকে নিয়ে হিলি বাজারের তার নিজস্ব অফিসে বিচারে বসেন। এক সময় তাদের মধ্যে মিমাংসা করে দিলে বিবাদী সাবিনা ইয়াসমিন বিচার না মেনে কাউন্সিলরকে জুতা এবং দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। যার কারনে তারা নাগরিক সেবা বন্ধ রেখেছেন।

তিনি আরও বলেন, থানায় অভিযোগ করার কয়েকদিন গত হওয়ার পরও আসামিদের আটক করা হয়নি। যার কারণে আমরা আজ থেকে পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রেখেছি। আসামিদের আটক না করা পর্যন্ত আমরা সকল নাগরিক সেবা বন্ধ রাখবো।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে