মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাভারে দ্রুত সময়ে কাঠ মিস্ত্রি হত্যার অন্যতম আসামী গ্রেফতার

সাভার প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ১৬:২৫

সাভারে দ্রুত সময়ে কাঠমিস্ত্রি সোহেল মোল্লা(২৫) হত্যা মামলার অন্যতম আসামি গোলাম রাব্বি(২১) কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আসামী গোলাম রাব্বি (২১), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রঘুনাথপুর গ্রামের মোঃ আরশেদ আলীর ছেলে। বর্তমান তিনি সাভারের বিনোদ বাইদ হিজলাপাড়া জনৈক মোবারক হোসেন এর বাড়ির ভাড়াটিয়া এবং পলাতক আসামী মোঃ আল-আমিন (২৫), ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তালগাছিয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে বর্তমানে পলাতক রয়েছে। গত বুধবার সাভারের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে আসামি গোলাম রাব্বি কে গ্রেফতার করা গেলেও আসামি আল আমিন এখনো পলাতক রয়েছে, এ সময় গ্রেফতারকৃত আসামি গোলাম রাব্বির থেকে ঘটনার সময় পরিহিত রক্তমাখা শার্ট উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বলেন পূর্ব শত্রুতার জের ধরে কাঠমিস্ত্রি সোহেল মোল্লাকে হত্যা করেন তিনি ও তার সহযোগী আল- আমিন। উল্লেখ্য গত ১১ই মার্চ সন্ধ্যায় সাভার মডেল থানাধীন সাভার বাজার রোডে প্রাইম ব্যাংকের পূর্ব পাশে শাহাদাৎ হোসেন এর মার্কেটের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় কাঠ মিস্ত্রি সোহেল মোল্লা (২৫) কে অজ্ঞাতনামা আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করে।গত মঙ্গলবার নিহত সোহেল মোল্লার স্ত্রী সুলতানা আক্তার মীম এর অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানায় হত্যা মামলা টি গ্রহণ করা হয়, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে মামলা টি রুজু করা হয়।মামলাটির তদন্তভার এসআই মোঃ হাসান সিকদার এর উপর অর্পন করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মামলার একদিনের মধ্যেই আসামিকে সনাক্ত করা হয় এবং অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল )শাহিদুল ইসলাম জানায় কাঠমিস্ত্রি সোহেল মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি গোলাম রাব্বিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আশা করছি আমরা খুব দ্রুত অন্য আসামীকেও গ্রেফতার করতে পারবো।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে