সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মানিকছড়িতে তামাক চাষিদের বিকল্প জীবিকায়নে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ১৬:২৯

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তামাক চাষিদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে হালদা পাড়ের ২০ জন চাষির মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সংলগ্নে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ঘোরখানা, ছদুরখীল, তুলাবিল ও বড়বিল এলাকার ১৮ জন প্রান্তিক কৃষককে এই কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, কৃষি বিদ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি পাল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুস নূর, হালদা প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আন-নূর সজন, আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল হোসেন ও মো. ফাহাদ হোসেন উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে