সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৪, ১৯:২৮

'লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার' এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান হামিদুল হক বাবলু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহা. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।

আলোচনা সভা শেষে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে জরিমানা করা সহ তিনি নায্য মূল্যে পন্য বিক্রি করতে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, বাজাওে কোন দ্রব্যের মূল্য বেশি চাইলে তা তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিদপ্তর বা প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তা ছাড়া বাজারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে