রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দীঘিনালায় দিনব্যাপী ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ১১:৪৩

"শিখব, শেখাব, সবাই মিলে এগিয়ে যাবো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী "ইন হাউজ ট্রেনিং" অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের আয়োজনে অত্র কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, বাবুছড়া কলেজের অধ্যক্ষ সুপ্রিয় চাকমা।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ, রেংকার্য্যা মৈত্রী কলেজ ও জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের মোট ২২জন শিক্ষক বিষয় ভিত্তিক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে