রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কুমিল্লায় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,কুমিল্লা
  ১৯ মার্চ ২০২৪, ১৯:৫৯
কুমিল্লায় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

কুমিল্লা ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১৯ মার্চ সকালে শহীদ এ বি এম আবুল হালিম মিলনায়তনে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ- উল ফিতর উপলক্ষে আব্দুল মান্নান, (বিপিএম বার) পুলিশ সুপার, কুমিল্লা সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন কাবিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কুমিল্লা,খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লা,নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মোহাম্মদ ইউসুফ সহকারী প্রকৌশলী কুমিল্লা সিটি কর্পোরেশন, সৈয়দ ফজলে রাব্বি (DI-1)পুলিশ পরিদর্শক জেলা বিশেষ শাখা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবির আহমদ সভাপতি বাস মালিক সমিতি,মো:- সেলিম জাহাঙ্গীর সাধারন সম্পাদক বরুড়া বাজার ব্যবস্হাপনা কমিটি, তাজুল ইসলাম কার্যকরী সভাপতি কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, মো: আলী সভাপতি বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন কুমিল্লা জেলা, মো: জুয়েল সাধারন সম্পাদক সিএনজি শ্রমিক ইউনিয়ন কুমিল্লা, মো: আব্দুস ছালাম যুগ্ন সম্পাদক চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতি, পিন্টু রঞ্জন সাহা সাধারণ সম্পাদক লাকসাম ব্যবসায়ী সমিতি, কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাড়ির আই সি সহ বিভিন্ন থানা এবং কুমিল্লা মহানগর হতে আগত রেস্তোরা সমিতি, দোকান মালিক সমিতি, বাস মালিক সমিতি,বাস শ্রমিক ইউনিয়ন কুমিল্লা, বোগদাদ পরিবহন মালিক সমিতি, রেন্টেকার সমিতির বিভিন্ন পযার্য়ের সদস্যগণ। পর্যায়ক্রমে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে