সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কালিহাতীতে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা

কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ২০:০০
কালিহাতীতে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা

জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ২০ মার্চ ) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে “স্মার্টফোন শিক্ষার্থীদের সৃজনশীলতার পথে যতটা সহায়ক তার চেয়ে বেশি প্রতিবন্ধক” বিষয়ে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষে এবং কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে যুক্তি ও তর্ক শেষে বিজয়ী হয়েছে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের তানহা তালুকদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, টাঙ্গাইল -৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য,মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের, সহকারি কমিশনার ( ভূমি) মো. সিফাত বিন সাদেক, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, গণবিপ্লব পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন সিদ্দিকী ঝিন্টু প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে