সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফেনীর ধর্মপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, আহত ৩

ফেনী প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ২০:০১

ফেনী সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় সিএনজি ড্রাইভার আহত হয়েছে। সোমবার ১৮ মার্চ রাতে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হাসানকে (৩০) ধরতে গেলে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় মো. হাসানসহ ৯ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত এএসআই অরুপ বরুয়া।

পুলিশ সূত্রে জানা যায় ধর্মপুর ইউনিয়নের দুলা মিয়া সড়কের পশ্চিম পাদুয়া গ্রামের মোঃ জাফর মিয়ার ছেলে ১০ মামলার আসামি মোঃ হাসান কে ধরতে গত সোমবার রাতে এএসআই অরুপ বডুয়া অভিযান চালান। পুলিশের উপস্থিতির টের পেয়ে মোঃ হাসান ঘরের চাঁদ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় আসামীরা শোর-চিৎকার করতে থাকলে ৬/৭ জন পুলিশের চারপাশে ঘিরে ফেলে লাঠিসোঠা নিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ হাসানকে টানা হেচড়া করে ছিনিয়ে নেয় ও পুলিশের অস্ত্র ছিনতাই এর চেষ্টা করে। পুলিশ বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পুলিশের বাকি সদস্যদের উদ্ধার করে।

এ সময় স্থানীয় এলাকাবাসীর হামলায় পুলিশের এএসআই অরুপ বরুয়া, কনস্টেবল সোহেল চৌধুরী ও সিএনজি চালক মাইন উদ্দিন সোহাগকে এলোপাথাড়ি লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। এ সময় পুলিশের ব্যবহারকৃত সিএনজি সিলিন্ডার পিটিয়ে ভাংচুর করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে তারা পুলিশের কাজে বাধা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান পূর্বক আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। সিএনজি ভাংচুর করায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত প্রধান আসামিসহ বাকিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে