সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফেনীতে প্রতি কেজি গরুর মাংস ৬৬৫ টাকা দরে বিক্রি

ফেনী প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৪, ১৯:১৯

ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উদ্যোগে স্থানীয় পিটিআই মাঠে সরকারের নির্ধারিত দামে গরুর মাংস প্রতি কেজি ৬৬৫ টাকায় বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ মার্চ) সকাল ৭ টা থেকে এই গরু মাংস বিক্রির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সাশ্রয়ী মুল্যে গরুর মাংস কিনতে পিটিআই মাঠে ফেনীর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ক্রেতা সাধারণ মাংস কিনছেন। মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী গণমাধ্যমকে জানান, ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে ও পরামর্শে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মুল উদ্দেশ্য হল, সিন্ডিকেট ভেঙে দেয়া। অসাধু ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত দামে বিক্রি করছে না।তারা বাজার সিন্ডিকেট করে ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকায় গরুর মাংস বিক্রি করে ক্রেতা সাধারণকে কষ্ট দিচ্ছে। সেই বাজার সিন্ডিকেট ভেঙে দিতেই নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় এই কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা পর্যাপ্ত গরু এনেছি। এই কর্মসূচি ঈদ পর্যন্ত চলবে। প্রথম দিনে ৭ টি গরু জবাই করে মাংশ বিক্রি করা হয়েছে। একজন ব্যক্তি ৩ কেজি পর্যন্ত কিনতে পারবে। দুপুর ২ টা পর্যন্ত গরুর মাংস বিক্রি হবে। চাহিদানুযায়ী প্রতিদিন ১০/২০ টি গরু জবাই করা হবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু গরুর মাংস নয়, সকল পন্য সামগ্রী সরকারের নির্ধারিত দামে বিক্রির ক্ষেত্রে জনপ্রতিনিধিরা এগিয়ে আসা উচিত। মাংসের মান ও ওজন সঠিকভাবে দেয়া হচ্ছে বিধায় ক্রেতা সাধারণ সাশ্রয় মুল্য গরু মাংস কিনতে পারায় সাধুবাদ জানাচ্ছে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে