সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দাগনভুইয়াতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ৬ পরিবারে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফেনী প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ২০:১৭

ফেনীর দাগনভুইয়ার জায়লস্কর ইউনিয়নে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ৬টি প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।খবর পেয়ে শনিবার (২৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও কম্বল বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের চাঁনকাজী ভূঞা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,পুড়ে যাওয়া ঘরটিতে ওই বাড়ীর মরহুম নুরুল হক মিয়ার ছয় ছেলে পৃথকভাবে বসবাস করতেন।ফলে ৬‌টি প‌রিবারের ৫‌টি গ‌্যা‌স সি‌লিন্ডার আগুনের লে‌লিহান শিখা আরও বাড়িয়ে দেয়।

এসময় নগদ টাকা, স্বার্ণালঙ্কার সহ ঘরটিতে থাকা সব কয়েকটি পরিবারের সকল আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।

এলাকাবাসীর অভিযোগ দাগনভুইয়াতে ফায়ারসার্ভিসের কোন স্টেশন না থাকায় প্রতিবছরই অগ্নিকাণ্ডে এমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

তাঁদের দাবি,বিভিন্ন সময় খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ারসার্ভিসের লোক ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাচ্ছে এ উপজেলার ৮ ইউনিয়নের বাসিন্দারা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে