সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এবার গাজীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

গাজীপুর প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ১০:১৬
ছবি-যায়যায়দিন

গাজীপুর মহানগরীর ইসলামপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত শ্মশান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকালে কঙ্কাল চুরির বিষয় এলাকাবাসী জানতে পারে। তবে চুরির নিদিষ্ট সময় কেউ বলতে পারেনি।

মৃত ব্যক্তি হলেন, মহানগরীর বাসন থানাধীন কালাকৈর এলাকার দুর্গাচরণের ছেলে শ্রী মরণ চন্দ্র সরকার। তিনি গত ৮ জানুয়ারি মারা যান। অর্থের অভাবে তার লাশ দাহ করতে না পেরে কবর দেয়া হয়।

ইসলামপুরের নয়াপাড়া এলাকার ব্যবসায়ী মো. মিজান মন্ডল বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের লাশ এখানে পুঁতে রাখতে দেখেছি। রোজার আগেও এই লাশ নেয়ার জন্য কয়েক বার চেষ্টা করা হয়। তবে কোনো কারণে নিতে পারেনি। আজকে সকালে শুনি এই ঘটনা।’

মরণ চন্দ্র সরকারের প্রতিবেশী ফটিক সরকার বলেন, ‘মরণ চন্দ্র গরিব মানুষ ছিলেন। তাই সকলের সহায়তা নিয়ে তার লাশ কবর দেয়া হয়। লাশ দাহ করার মতো আর্থিক সচ্ছলতা তার ছিল না। কঙ্কাল নিয়ে গিয়ে কী করবে কে জানে?’

মৃতের স্ত্রী শ্রীমতি কল্যাণী বলেন, ‘কবর থেকে কঙ্কাল নেয়ার চেষ্টা আগেও করা হয়েছিল। কবরটা অর্ধেকটা খুঁড়ে ফেলে যায়। পরে আমরা ঢেকে দিয়ে আসি। শ্মশানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসি। আজকে শুনছি, লাশ তুলে নিয়ে গেছে।’

বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ রকম কোনো ঘটনা জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে