মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওসমানীনগরে শরবত পান করে কিশোরীর মৃত্যু

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ২০:০৬
ওসমানীনগরে শরবত পান করে কিশোরীর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে মাছুমা বেগম(১৫) নামের এক কিশোরী শরবত জাতীয় পানীয় পান করে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৯ মার্চ দুপুরে মাছুমা বেগম শরবত জাতীয় পানীয় পান করলে ২৩ মার্চ সকাল সাড়ে ৭টায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুমা মারা যায়। নিহত মাছুমা বেগম ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ধনপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে ও স্থানীয় মাদারবাজারস্থ নবগ্রাম হাজী ছাইমউল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাছুমা বেগম পাশের বাড়ির তার আত্মীয় মৃত আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগমের ঘরে যান। তখন আসমা বেগম তাকে শরবত জাতীয় কিছু পান করালে বাড়ীতে এসে কিশোরী মাছুমা বেগম নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে বমি করতে শুরু করলে তাৎক্ষনিক তাকে স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাছুমা মৃত্যুবরণ করে।

নিহতের বাবা আব্দুল কালাম বলেন, আমার মেয়েকে আসমা বেগম বিষ মিশ্রিত শরবত জাতীয় কিছু পান করানোর কারণে আমার মেয়ের মৃত্যু হয়। আমি এ ঘটনার দৃষ্টান্ত মুলক বিচার চাই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ঘটনাটি জানতে পেরে তদন্তে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে