রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের আহ্বায়ক কমিটি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৩:৩৮
ছবি-যায়যায়দিন

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আহবায়ক কমিটি গত ২২ মার্চ উপজেলা সদর একটি রেস্তোরাঁয় গঠন করা হয়েছে।

এদিন উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের এক সাধারণ সভা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু দিবাকর বড়ুয়া চন্দন'র সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বর্তমান কমিটির সাংগঠনিক কার্যকালাপ নিয়ে আলোচনা ও বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্ত ঘোষনা এবং নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।

সভায় ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের দুই-তৃতীয়াংশ কর্মকর্তা, সদস্যসহ ফটিকছড়ির আওতাধীন সকল বিহার কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বর্তমান কমিটি (০১/১০/২০২০ খ্রিঃ- ০১/১০/২০২৩ খ্রিঃ) মেয়াদোত্তীন হওয়ার প্রেক্ষিতে বিলুপ্ত ঘোষনা করা হয়। সাথে সাথে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে আহবায়ক মনোনীত হয় বাবু দিবাকর বড়ুয়া চন্দন, যুগ্ম আহবায়ক বাবু আশীষ কান্তি বড়ুয়া, যুগ্ম আহবায়ক সজল বড়ুয়া (বাবু), সদস্য সচিব বাবু পবিত্র বড়ুয়া, যুগ্ম সচিব বাবু রিটন বড়ুয়া, সদস্য প্রকৌশলী তাপস বড়ুয়া, বাবু সুষ্টু বিকাশ বড়ুয়া, বাবু সজল বড়ুয়া, বাবু শয়ন বড়ুয়া, বাবু রুপক বড়ুয়া, বাবু পবন বড়ুয়া পংকজ, বাবু নান্টু বড়ুয়া, বাবু সেফু বড়ুয়া, বাবু পূর্ণ্যমাছি চাকমা, ও শ্যামল বড়ুয়া। সভায় বক্তারা অতি অল্প সময়ের মধ্যে সকল বিহার কমিটির সাথে সমন্বয় পূর্বক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য আহবায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করেন। সংগঠনের সহ ত্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক বাবু সেফু বড়ুয়ার সঞ্চালনায় সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক বাবু পবিত্র বড়ুয়া উদ্বোধনী ভাষণে সভার শুভ সূচনা মাধ্যমে এতে বক্তব্য রাখেন সজল বড়ুয়া (বাবু), আশীষ কান্তি বড়ুয়া, অঞ্জন কুমার বড়ুয়া, সমর বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সুন্টু বিকাশ বড়ুয়া, পবন বড়ুয়া পংকজ, সজল বড়ুয়া, প্রকৌশলী তাপস বড়ুয়া, অসীম বড়ুয়া, রিটন বড়ুয়া, লায়ন প্রশান্ত বড়ুয়া, রুপক বড়ুয়া, সুমিত বড়ুয়া, নান্টু বড়ুয়া, প্রবীন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শয়ন বড়ুয়া, শিক্ষক শাবনূ বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া (তিনু), রনবীর বড়ুয়া (লিংকন), টিপন বড়ুয়া, পলিটন বড়ুয়া, পূর্ণ্যমাছি চাকমা, জহিন চাকমা ও আবীর বড়ুয়া প্রমূখ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে